পন্টিংদের টানা ২১ জয়ের রেকর্ডে ভাগ বসালো অস্ট্রেলিয়ার মেয়েরা

0

লোকসমাজ ডেস্ক॥ ওই অস্ট্রেলিয়া ছিল অপ্রতিরোধ্য। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন- আরও কত বড় নাম যে ছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বে খেলা দলটিতে। ক্রিকেট বিশ্বকে শাসন করা দলটি ২০০৩ সালে জিতেছিল টানা ২১ ওয়ানডে। ক্রিকেটের রেকর্ডে বইয়ে স্বর্ণাক্ষরে লেখা ওই কীর্তিতে কখনও কেউ ভাগ বসাবে, ভাবাটাই ছিল কঠিন। তবে সেই অস্ট্রেলিয়াই অসাধ্য কাজটি করে দেখালো। এবারের অপ্রতিরোধ্য যাত্রাটা তাদের মেয়েদের। আজ (বুধবার) নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ছেলেদের টানা ২১ জয়ে ভাগ বসিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
২০১৭ সালের ২৯ অক্টোবর শেষবার ৫০ ওভারের ক্রিকেটে হেরেছিল তারা ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে ছুটছে জয়রথ। শুরুটা ২০১৮ সালের মার্চে ভারতের বিপক্ষে। টানা ২১ জয়ের পথে অস্ট্রেলিয়ার মেয়েরা সিরিজ জিতেছে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার মেয়েদের এই সাফল্যের নেতৃত্বে মেগ ল্যানিং। দলকে একসুতোয় বেঁধে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটকে। ‍পন্টিংয়ের সেই ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার সঙ্গে দাঁড়িয়েছেন একই উঁচুতে। রেকর্ডে ভাগ বসানো ম্যাচটি অবশ্য খেলতে পারেননি ল্যানিং। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলা এই ব্যাটার হ্যামস্ট্রিং চোটে ছিটকে যান। এরপরও নিউজল্যান্ডকে ২৩২ রানে হারিয়ে গড়েছে নতুন কীর্তি। ব্রিসবেনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে জমা করে ৩২৫ রানের বিশাল সংগ্রহ। জিততে হলে রানতাড়ায় নতুন রেকর্ড গড়তে হতো নিউজিল্যান্ডের মেয়েদের। প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক, রান পাহাড়ে চাপা পড়ে ২৭ ওভারেই সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। চোটের কারণে মাঠে থেকে রেকর্ডের সাক্ষী হতে না পারলেও দলের অর্জনে গর্বিত অধিনায়ক ল্যানিং, ‘বড় জয় দিয়ে শেষ করতে পারাটা দারুণ ব্যাপার। এটা সত্যি বিশেষ চেষ্টার ফসল, বিশেষ করে এতটা লম্বা সময় ধরে লক্ষ্য ঠিক রাখা। টানা ২১ জয় নিঃসন্দেহে দারুণ প্রচেষ্টার ফল। এটা নিয়ে আমরা গর্ব করতেই পারি।’