৪ অক্টোবর ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন দিবস

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ অক্টোবর যশোরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন দিবস পালিত হবে। এদিন থেকে দু’সপ্তাহ ধরে জেলার ৯২টি ইউনিয়নের ২শ ৮২টি ওয়ার্ডে ৩ লাখ ২০ হাজার ৭শ ৩৭ জন শিশুকে ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর ভেতরে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১১ মাস হতে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৭শ ২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বেলা ১১টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এ তথ্য জানান। কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভিটামিন-এ মানুষের দেহে তৈরি হয় না। তাই শিশুর মৃত্যুর ঝুঁকি কমানো ও স্বাভাবিকভাবে বেড়ে উঠার জন্য সরকারিভাবে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। তিনি বলেন, বিগত বছরগুলোতে একদিন সকল জায়গায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হতো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কর্মসূচির পরিবর্তন ঘটেছে। এ বছর দু’দিন ইপিআই কর্মসূচি ব্যতীত সপ্তাহে ৪দিন করে দু’সপ্তাহে ৮দিন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিকটস্থ কেন্দ্রে নিয়ে খাওয়ার জন্য সিভিল সার্জন সকল অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। ৪ অক্টোবর উপশহর শিশু হাসপাতালে সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের এমও সিএস ডাঃ রেহনেওয়াজ। বক্তব্য রাখেন, সিনিয়র তথ্য অফিসার এমএম কবীর, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ ও রোগতত্ত্বাবিষয়ক কর্মকর্তা ডাঃ মাশহুরুল হক। জেলা স্যানিটারি কর্মকর্তা বাবু শিশির কান্তি পাল অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্ব পালন করেন।