আন্তর্জাতিক সংবাদ

0

৭০ বছরে পাকিস্তানের একমাত্র গৌরব সন্ত্রাসবাদ, পরমাণু ব্যবসা : ভারত
লোকসমাজ ডেস্ক॥জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া ভাষণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির প থেকে বলা হয়েছে, ইমরানের ভাষণ পুরোপুরি ‘মিথ্যা, ভুয়ো তথ্যে ভরা এবং অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনামূলক। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন- “৭৫ তম অধিবেশনে নতুন নিকৃষ্টের সাী হয়ে থাকল এই মহান ফোরাম। যারা ঘৃণা ও হিংসায় প্ররোচনা দেয়, তাদের জন্য গলা ফাটিয়েছেন পাকিস্তানের নেতা।” “যখন নিজের ভাষণ চালিয়ে গেলেন, তখন আমরা ভাবতে বাধ্য হচ্ছিলাম, উনি কি নিজের কথাই বলছেন? এই ককে এমন একজনের লাগাতার ভুলভাল ভাষণ শুনতে হল, যার নিজের স্বপে কিছু দেখানোর নেই, বড়াই করার মতো কোনো কৃতিত্ব নেই এবং বিশ্বের সামনে তুলে ধরার জন্য কোনো যুক্তিসংগত পরামর্শ নেই। পরিবর্তে এই সভার মাধ্যমে মিথ্যা, ভুয়া তথ্য, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনা এবং কুৎসা ছড়িয়ে পড়তে দেখলাম আমরা।” তার আগে শুক্রবার সাধারণ অধিবেশনে ভার্চুয়াল ভাষণে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান। জম্মু ও কাশ্মীরের আইনসভার পরিবর্তন, সেখানে ভারতীয় বাহিনীর উপস্থিতি, সংখ্যালঘুদের প্রতি ব্যবহারের মতো বিষয় নিয়ে যথারীতি মুখ খোলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে ইমরান বলেন, “কাশ্মীর একটি পারমাণবিক দ্বন্দ্বের জায়গায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে কাশ্মীর ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দণি এশিয়ায় শান্তি থাকবে না বলে মন্তব্য করেন ইমরান।” ইমরানের এসব মন্তব্য প্রসঙ্গে ভারতীয় তরুণ কূটনীতিবিদ মিজিতো ভিনিতো বলেন, “আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অপরিহার্য অংশ। জম্মু ও কাশ্মীরে যে আইন ও নিয়ম কার্যকর করা হচ্ছে, তা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীর নিয়ে যে সমস্যা রয়েছে, তা একমাত্র কাশ্মীরের সেই অংশে, যা পাকিস্তান এখনো অবৈধভাবে দখল করে রেখেছে। আমরা পাকিস্তানকে স্পষ্ট বলছি, তাদের অধীনে অবৈধভাবে অধিকৃত যে যে এলাকা আছে, তা ছেড়ে দেওয়া হোক।”সন্ত্রাসবাদ নিয়েও ইসলামাবাদকে চেপে ধরেন মিজিতো ভিনিতো- “গত ৭০ বছরে বিশ্বের সামনে তুলে ধরার জন্য এই দেশের একমাত্র গৌরব হলো সন্ত্রাসবাদ, জনজাতির নির্মূলীকরণ, মৌলবাদের বার বাড়ন্ত এবং গোপনে পারমাণবিক বাণিজ্য।”

‘স্পুটনিক ভি’ টিকার প্রস্তুতকারকদের কম্পিউটারে সাইবার হামলা
লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি যারা তৈরি করেছেন, তাদের কয়েক জনের কম্পিউটারে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রাশিয়ান গবেষণা প্রতিষ্ঠান গামেলিয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্সবুর্গ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘হ্যাকাররা হামলা চালিয়েছে। আমি প্রযুক্তি বিশেষজ্ঞ নই। তাই এই মুহূর্তে বলতে পারছি না ভ্যাকসিনের তথ্য চুরি করতে হামলা হয়েছে কি না। তবে বিষয়টি আমাদের কাছে গুরুত্বর।’ গিন্সুবর্গ জানান, কয়েক মাস আগে এই হামলার ঘটনা ঘটে। আগস্টের ১১ তারিখ পৃথিবীর প্রথম দেশ হিসেবে নভেল করোনাভাইরাস ‘প্রতিরোধী’ টিকার অনুমোদন দেয় রাশিয়া। এরপর তারা ব্যবহারও শুরু করেছে। অন্যদিকে তারা তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়ালও চালাচ্ছে। এই ভ্যাকসিনটি নিয়ে স্বাভাবিকভাবেই অনেক দেশের বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। কয়েকটি দেশ থেকে এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হলেও অনেক দেশ ট্রায়ালে অংশ নিচ্ছে। করোনা ভ্যাকসিনের দৌড়ে রাশিয়ার পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে।চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি। এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

ভার্চুয়াল অধিবেশনে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা, বহিষ্কার আর্জেন্টাইন এমপি
লোকসমাজ ডেস্ক॥ আর্জেন্টিনার সংসদে ভার্চুয়াল অধিবেশনে চলার সময় প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন এমপি জুয়ান এমিলো আমেরি। করোনাকালে আর্জেন্টিনায় বেশ কয়েক দিন ধরে ভার্চুয়াল অধিবেশন হচ্ছে। স্ক্রিনে করা হচ্ছে এই কনফারেন্স। বাসা থেকেই তাতে অংশ নিচ্ছেন বিভিন্ন এলাকার এমপিরা। এদেরই একজন আর্জেন্টিনার উত্তর-পূর্ব এলাকার সালটা প্রদেশের সাংসদ জুয়ান এমিলো আমেরি। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছিলেন অন্য এক এমপি। সেই সময় জুয়ানের কোলে এসে বসেন তার বান্ধবী! এসময় তাকে চুমুও খেতে দেখা যায়।
সঙ্গে সঙ্গে অধিবেশন স্থগিত করেন স্পিকার সার্জিও মাসা। তবে জুয়ানের কীর্তি রেকর্ড হয়ে যায় এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মাসা জানান, ভার্চুয়াল অধিবেশনে এর আগেও নানা ঘটনা ঘটেছে। অধিবেশন চলাকালীন একাধিক এমপি ঘুমিয়ে পড়েছেন। অনেকে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই ধরনের যৌনাচারের ঘটনা খুবই খারাপ। তাই এর বিরুদ্ধে পদপে নেওয়া প্রয়োজন ছিল।ঘটনার জন্য মা চেয়েছেন ৪৭ বছরের জুয়ান। বলেছেন, সে সময় তিনি ভেবেছিলেন তার ল্যাপটপের নেট চলছে না। আর তার সঙ্গী সদ্য স্তনের সার্জারি করিয়েছিলেন। তাই ভালোবেসে তিনি জানতে চাইছিলেন সব ঠিক আছে কি না!