আরব আমিরাতে এসে নতুন বিপদে ডি ভিলিয়ার্স

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা সংক্রমনের চূড়ায় রয়েছে এখন ভারত। প্রতিদিনই ৪০-৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা মহামারিতে। করোনা থেকে বাঁচতে তাই ভারতীয় ক্রিকেট বোং এবারের আইপিএল আয়োজন করছে আরব আমিরাতের মাটিতে। তবে আরব আমিরাতে এসে নতুন বিপদে পড়লেন এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলিরা। মরু শহরের লু হাওয়ায় নিজেদের টেকানোই দায় হয়ে দাঁড়িয়েছে ডি ভিলিয়ার্সসহ আইপিএল খেলোয়াড়দের। রয়েল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর হয়ে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক এখন আরব আমিরাতে। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘এবারের আইপিএলে ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানকার গরম এবং খুবই আদ্র আবহাওয়ায় নিজেদেরকে এডজাস্ট করে নেয়া। অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে রাতের বেলায়। কিন্তু কন্ডিশন সত্যি সত্যি আমাদেরকে বড় একটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে।’
আরব আমিরাতে যে ধরনের গরম পরিবেশ তার সঙ্গে মোটেও অভ্যস্ত নন এবি ডি ভিলিয়ার্স। এ নিয়ে আরসিবির টুইটার হ্যান্ডলে তিনি বলেন, ‘আমি সত্যিই এ ধরনের পরিবেশের সঙ্গে অভ্যস্ত নই। এখানে খুবই গরম। একবার চেন্নাইতে জুলাই মাসে টেস্ট খেলেছিলাম। যে ম্যাচে ভিরু (বিরেন্দর শেবাগ) ৩০০ রান করেছিল। প্রচন্ড গরম আবহাওয়া ছিল তখন। একেবারে সে ধরনের গরম আবহাওয়া এখন এখানে।’ শুধু গরমই নয়, প্রচন্ড আদ্র পরিবেশ বিরাজমান। যা গরমের অনুভুতি বাড়িয়ে তুলেছে আরও অনেক বেশি। ডি ভিলিয়ার্স বলেন, ‘আদ্রতা তো আরও অনেক বেশি। রাতের বেলায় থাকে ১০ এর ওপর। আমি আসার পর এখানকার গত কয়েক মাসের আবহাওয়া রেকর্ড চেক করেছি। আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে। তবে এটা অবশ্যই খেলার একটা অংশ হতে যাচ্ছে। আমাদেরকে এর মধ্যেই খেলতে হবে।’