অভয়নগরে ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে অভয়নগরে শ্রমিকরা মানববন্ধন করেছেন। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। বেলা ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শ শ ঘাট শ্রমিক।
এদিন সকাল থেকে শ্রমিকরা ঘাটে লোড-আনলোডের কাজ বন্ধ রেখে ‘নদী বাঁচাও- শ্রমিক বাঁচাও, অবৈধ জেটি স্থাপনা উচ্ছেদ, নদী খনন কাজ অব্যাহত রাখাসহ গাইড ওয়াল নির্মাণের দাবি সম্বলিত প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে নূরবাগে সমবেত হয়। ¯ে¬াগানে ¯ে¬াগানে প্রকম্পিত হয়ে ওঠে বন্দর নগরী নওয়াপাড়া। এক পর্যায়ে যশোর-খুলনা মহাসড়কে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডলের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগ ও যশোর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ কামরুল ইসলাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম ফারাজী, বেলাল হোসেন, শ্রমিক নেতা আমির আলী গোলদার, মোল্যা হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম মোল্যা, বাবুল মোল্যা, সোহেল রানা, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম খান, প্রসেনজিৎ দাস, ছাত্রলীগ নেতা শেখ আবদুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, এক শ্রেণির ব্যবসায়ী ভৈরব নদ দখল করে নির্মাণ করছে ঘাট, গুদাম, স্থাপনা করছে জেটি ও লংবুম। ফলে নদীর ¯্রােতের গতিধারা বাধাগ্রস্ত হয়ে পলি জমে ভরাট হচ্ছে। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আগামী এক সপ্তাহের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ভৈরব নদ দখল করে নির্মিত জেটি ও লংবুম অপসারণের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।