দলছুট মেসি এবার দলীয় অনুশীলনে

0

লোকসমাজ ডেস্ক॥ গত সোম ও মঙ্গল এই দুদিন একা একা অনুশীলন করার পর বুধবারই লিওনেল মেসি ফিরেছেন অনুশীলনে। নতুন মৌসুমে এই প্রথম দলের আর সবার সঙ্গে মিললেন দলছুট আর্জেন্টাইন মহাতারকা। সবচেয়ে বড় কথা, এই প্রথম বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে তার সরাসরি কাজের সম্পর্ক তৈরি হলো। বার্সেলোনাতেই থেকে যাচ্ছি- এই ঘোষণায় দলবদলের মহানাটক থামিয়ে দেওয়ার পর মেসিকে অনুশীলনে নামতেই হতো। তবে এক সপ্তাহ পরে শুরু করা অনুশীলনে তিনি ছিলেন একা। কেননা করোনাভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি তাকে দলের মধ্যে যেতে দেয়নি। কদিন পর অনুশীলন শুরু করায় অন্যদের তুলনায় একটু পিছিয়েই থাকার কথা। তারপরও কোচিং স্টাফের পর্যবেক্ষণ অনুযায়ী ভালো অবস্থাতেই আছেন মেসি। এমনকি দৈনিক মার্কার ধারণা, শনিবারের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জিমনাস্টিক ডি তেরাগোনার বিপক্ষে তাকে কিছু সময়ের জন্য খেলতেও দেখা যেতে পারে। যদিও কেউই চায় না কাঙ্ক্ষিত শারীরিক ছন্দটা ফিরে পাওয়ার আগে অহেতুক ঝুঁকি নেওয়া হোক এ ম্যাচে নামিয়ে। এদিন মেসির সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফিলিপ্পে কুতিনিয়ো, সের্হিয়ো বুসকেটস, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি। এদের মধ্যে শেষের তিনজন অবশ্য জাতীয় দলের হয়ে নেশনস লিগে খেলে আসার পর প্রথম মাঠে নামলেন। দলের দুই ফরাসি খেলোয়াড় ক্লেমেন্ত লেংলে ও আন্তোয়ান গ্রিজমান ছিলেন না অনুশীলনে। দুজন মঙ্গলবার রাতেই ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলেছেন নেশনস লিগের ম্যাচে। যে ম্যাচে ২০১৮ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি জাগিয়ে গ্রিজমানরা ৪-২ গোলে হারিয়েছেন ক্রোয়েশিয়াকে।