পুলিশ হেফাজতে মৃত্যু : ঐতিহাসিক রায়ে ৫ জনকে কারাদণ্ড

0

লোকসমাজ ডেস্ক॥ ২০১৪ সালে পুলিশের হেফাজতে জনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপর দুইজনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিরা হলেন, পল্লবী থানার তৎকালীন উপ-পরিদর্শক জাহিদুর রহমান জাহিদ, এসআই রাশেদুল ইসলাম এবং এএসআই কামরুজ্জামান মিন্টু। এছাড়া অপর দুই আসামি হলেন, পুলিশের সোর্স রাশেদ ও সুমন। বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।
২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়নের পর বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় কোনো মামলার রায় হলো। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, পল্লবী থানার তৎকালীন উপ-পরিদর্শক জাহিদুর রহমান জাহিদ, এসআই রাশেদুল ইসলাম এবং এএসআই কামরুজ্জামান মিন্টু। যাবজ্জীবন ছাড়াও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মাদ। মামলা দায়েরের ছয় বছর পর নিম্ন আদালতে বিচার শেষ হয়ে রায় এলো। ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুই ভাই ইশতিয়াক হোসেন জনি এবং ইমতিয়াজ হোসেন রকিকে আটক করে পুলিশ। বড় ভাই জনির মৃত্যু হয় পুলিশ হেফাজতে। এ ঘটনায় মামলা করেন ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। ২০১৫ সালে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৬ সালে বিচার শুরু হয়। মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তৎকালীন পল্লবী থানার উপ-পরিদর্শক জাহিদুর রহমান জাহিদসহ কয়েক জন পুলিশ সদস্য জনিকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করে।