পারমাণবিক চুক্তির শর্ত মানবে না ইরান

0

লোকসমাজ ডেস্ক ॥ ইউরোনিয়াম সমৃদ্ধকরণে আর কোনো সীমারেখা মানবে না ইরান। শুক্রবার কুদস ফোর্সের প্রধান কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। বলেছে, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলো তাদেরকে যে সীমা নির্ধারণ করে দিয়েছিল তা আর মানবে না। রোববারের ঘোষণায় বলা হয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মূল শর্ত থেকে বেরিয়ে যাচ্ছে ইরান। তাদের এমন ঘোষণায় চুক্তিটি মেনে চলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও বৃটেন। এই চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে সমঝোতার মাধ্যমে স্বাক্ষর করেছিল ইরান। এর অধীনে তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা হয়েছিল। আর ওই চুক্তিটি করিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, এখনো ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমঝোতার জন্য উন্মুক্ত ইরান। এই ইউরোপীয় অংশীদাররা যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও তেহরানের অশোধিত তেল বিক্রির সুযোগ করে দিতে সক্ষম হয়নি এখনো। ইরানের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালের মে মাসে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। তারপর থেকে এবারই প্রথম ইরান তার ঘোষণায় পারমাণবিক অস্ত্র তৈরির সুস্পষ্ট ঘোষণা দিলো। তবে এই ঘোষণায় আঞ্চলিক প্রতিপক্ষ ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনা আরো তুঙ্গে উঠবে। কারণ, ইসরাইল প্রতিশ্রতি দিয়েছে যে, তারা কখনোই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেবে না। ইরানকে পারমাণবিক কর্মসূচিতে করা চুক্তির ধারা অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ও বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তারা এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, পারমাণবিক চুক্তির অধীনে পড়ে না এমন সব রকম পদক্ষেপ থেকে ইরানকে সরে আসার আহ্বান জানাই আমরা।