অ্যানেসথেসিয়া ছাড়াই অপারেশন ! ঝিকরগাছায় কিনিক সিলগালা চিকিৎসক ও কিনিক মালিককে পুলিশে দিলেন সিভিল সার্জন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় অ্যানেসথেসিয়া ছাড়াই সিজারিয়ান অপারেশনের সময় যশোরের সিভিল সার্জন এসে একজন চিকিৎসক ও কিনিক মালিককে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার পর কিনিক সিলগালা করে ডা. জেসমিন নাহার পাতা ও কিনিক মালিক শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর সালেহা কিনিকে। একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা সালেহা কিনিকে মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের ফজলুর রহমানের স্ত্রী সালমা খাতুন (২৫) এর সিজারিয়ান অপারেশন চলছিল। হঠাৎ যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান অ্যানেসথেসিয়া ছাড়াই সেখানে সিজারিয়ান অপারেশন চলছে। তখন ডা. জেসমিন নাহার পাতাকে সিভিল সার্জন জিজ্ঞাসা করলে বলেন ‘অ্যানেসথেসিয়া হিসেবে ডা. দেবু ছিলেন। কিন্তু একটু জরুরি প্রয়োজনে তিনি বাইরে গেছেন।’ এসময় সিভিল সার্জন অ্যানেসথেসিয়া ডা. দেবুর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এদিন ঝিকরগাছায় আসেননি বলে জানান। খবর পেয়ে সেখানে আসেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. আরাফাত রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রাশিদুল আলম ও ঝিকরগাছা থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম। সকলের মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক সালেহা কিনিকে সিলগালা করে ডা. জেসমিন নাহার পাতা ও কিনিক মালিক শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. আরাফত রহমান জানান।