ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের ৫ উপজেলায় বুধবার দুপুর পর্যন্ত ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসীরা আসার পর তাদের সাথে পরিবারের সদস্যরাও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ঝিনাইদহ স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বুধবার দুপুরে জানান, গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ৮ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬ জন, কোটচাঁদপুরে ১৫ জন, কালীগঞ্জে ১২ জন, শৈলকুপায় ৮ জন ও মহেশপুর উপজেলায় ২৩৩ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করা হয়।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষ নিয়ম মানছেন না। বিশেষ করে প্রবাসীরা ইচ্ছামতো চলাফেরা করছেন। নজরদারি না থাকায় তারা হোম কোয়ারেন্টাইনের সকল নিয়ম ভঙ্গ করে চলাফেরা করেছেন, যাচ্ছেন আত্মীয় বাড়িতেও। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, বিদেশফেরত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য ও দেশবাসীর নিরাপত্তার স্বার্থেই হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান। এদিকে ইতালি, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে যে সব প্রবাসী বাড়ি ফিরছেন তাদের পরিচয় গোপন রাখার কারণে তারা স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের নজরদারি এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন খবরও পাওয়া যাচ্ছে। এদিকে ঝিনাইদহে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসক ও স্বাস্থ্যবিভাগ। আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, জেলার ৬ উপজেলায় এ পর্যন্ত চীন, ইতালি, অস্ট্রেলিয়া, কুয়েত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীসহ তাদের পরিবারের ২শ ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাড়ি থেকে বের না হতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে জেল-জরিমানা করা হবে। এছাড়াও করোনা প্রতিরোধে তৃণমূল পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ছড়ানো হচ্ছে।