ব্লকে মার্কেটে ২১৬ কোটি টাকার লেনদেন

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদায়ী সপ্তাহে ৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ২১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শনিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সপ্তাহজুড়ে ৮৯টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫০টি শেয়ার ৩৪৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১৬ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৬৪ কোটি ৯৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের।
অন্যান্য কোম্পানির মধ্যে সিটি ব্যাংকের ৩ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার টাকার, ফাইন ফুডসের ২ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৯ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকার, যমুনা অয়েলের ৬ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার, রেনেটার ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, সী পার্লের ৭ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৩ কোটি ২০ লাখ টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৭ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৮ কোটি ৩৬ লাখ ১৭ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।