বেকারত্ব নিয়ে মোদিকে কড়া বার্তা নুসরাতের

0

লোকসমাজ ডেস্ক॥ কলকাতার নম্বর ওয়ান নায়িকা নুসরাত জাহান। রাজনীতির মাঠেও বাজিমাত করেছেন তিনি। তৃণমূল থেকে বিপুল ভোটে বসিরহাটের সাংসদ নির্বাচিত হন এই অভিনেত্রী থেকে নেত্রী।
এবার ভারতের বেকারত্ব নিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন নুসরাত।
লাভ এক্সপ্রেস ছবির এই নায়িকা লিখেছেন, আপনি তরুণ প্রজন্মের মন অথবা তাদের হতাশা বুঝতে ব্যর্থ। দেশকে চালানোর জন্যে তরুণ প্রজন্মের প্রয়োজনীয়তাও আপনি বোঝেন না।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এর একটি রিপোর্ট উদ্ধৃত করে নুসরাত জানিয়েছেন, দেশে এপ্রিল থেকে এই আগস্ট পর্যন্ত এক কোটি আশি লাখ তরুণ লকডাউনে চাকরি হারিয়েছেন। জুলাইতেই কর্মহীনতার শিকার হয়েছে পঞ্চাশ লাখ মানুষ। নুসরাত এই পরিসংখ্যানের উল্লেখ করে বলেছেন, এই সংখ্যক বেকার নিয়ে দেশ চলতে পারে না।
এমপি নুসরাত অভিযোগ করেন দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে গেছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অবশ্য জানাচ্ছে, তিন কোটি নব্বই লাখ নতুন চাকরির সুযোগও এসেছে।
করোনায় লকডাউনের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়াতে দেখা গেছে নুসরাতকে। ঝুঁকি নিয়েও তিনি ছুটে গেছেন মানুষের দুয়ারে।