সাতক্ষীরায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে। বুধবার (২৪ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কলারোয়া উপজেলায় ২ জন, কালিগঞ্জ উপজেলায় ২ জন (একজন নারী) এবং দেবহাটা উপজেলায় ২ জন (নারী)। মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের বাড়িসহ তাদের আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানানো হয়েছে।