চৌগাছার এম আহমদ আলীকে নিয়ে লেখা বই ’নিভৃতচারী’রমোড়ক উন্মোচন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার গর্ব কবি ও সাংবাদিক মরহুম এম আহমদ আলী সাহিত্যরতœকে নিয়ে বই প্রকাশিত হয়েছে। ’নিভৃতচারী’ নামের এই বইটি সম্পাদনা করেছেন প্রায়ত কবি ও সাংবাদিক এম আহমদ আলী সাহিত্যরতেœর নাতিছেলে চৌগাছা রিপোর্টার্স কাবের সিনিয়র সহ-সভাপতি ও যশোর থেকে প্রকাশিক দৈনক যশোর পত্রিকার চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ। কবি ও সাংবাদিক এম আহমদ আলী সাহিত্যরতœ ১৯০৫ সালে যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি কফিল উদ্দিন আর মাতা মোসাম্মৎ নবিছন নেছা। এম আহমদ আলী সাহিত্যরতœ একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, কর্মবীর, সমাজ সংস্কারক, বলিষ্ঠ স্বাধীনতাকামী, শিক্ষক, ধর্মপ্রচারক, চিকিৎসক, মসজিদের ইমাম, কাজী ছিলেন। তিনি ১৯৯১ সালের ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। প্রায় ৩০ বছর পর তারই নাতিছেলে সাংবাদিক এম হাসান মাহমুদের সম্পাদনায় দেশ বরেণ্য লেখক, সাংবাদিক, কবিদের লেখা সম্বলিত বইটি প্রকাশ করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে। বর্তমানে চৌগাছা সোনালী ব্যাংকের সামনে এম আহমদ আলী সাহিত্যরতœ ও সাংস্কৃতিক পরিষদে বইটি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সম্পাদক এম হাসান মাহমুদ।