মাগুরায় প্রতারণা চেষ্টার অভিযোগে যুবক আটক

0

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরায় প্রতারণা চেষ্টার অভিযোগে রুবেল ওরফে শাওন (৩০) নামে এক যুবককে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ফরিদপুর শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল মানিকগঞ্জের বসন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল এমপি সাইফুজ্জামান শিখরের ঘনিষ্টজন পরিচয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থলাভের চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি’র পক্ষে ৪ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত সহকারী সুমন শেখ। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে ফরিদপুর শহরের স্টেশন রোডে তার একটি ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ। এ সময় ওই বাসা থেকে পুলিশ কিছু ছবি উদ্ধার করে। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাইফুজ্জামান শিখরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবির সঙ্গে কৃত্রিমভাবে নিজের ছবি সংযুক্ত করা হয়েছে। এসব কথা পুলিশের কাছে স্বীকার করেছে প্রতারক রুবেল। পুলিশকে রুবেল জানিয়েছে, সে মানুষকে তার বাসায় এনে এসব ছবি দেখিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে চাকরি দেয়াসহ নানা সুপারিশ তদবিরের অর্থ গ্রহণ করতো। এ কাজে সে একটি ফেসবুক আইডিও ব্যবহার করছিল।