হোয়াটসঅ্যাপে নতুন সার্চ ফিল্টার

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যাট প্ল্যাটফর্মের জন্য নতুন সার্চ ফিল্টার আনছে হোয়াটসঅ্যাপ। ওয়াবেটইনফোর তথ্য মতে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পুরনো মেসেজ খুঁজে বের করতে পারবেন এক নিমিষেই।
ফিচারটি বর্তমানে আলফা স্টেজে আছে। এর আরো ডেভেলপ করে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
ফিচারটি চালু হলে এতে ক্যালেন্ডার থাকবে। যার মাধ্যমে তারিখ অনুযায়ী পুরনো মেসেজ সার্চ করে পড়া যাবে।
সার্চ ফিল্টার আওএস এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।