যশোরে আইসিটি কমিটির সভায় প্রতারণা প্রতিরোধে গুরুত্ব

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইসিটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা সাইবার সিকিউরিটির নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান এক ধরণের প্রতারক চক্র অনলাইন প্লাটফর্মে মানুষকে নানাভাবে প্রতরাতি করছে। বিশেষ করে ভুয়া আইডি খুুলে পণ্য কেনাকাটায় মানুষকে প্রতারিত করছে চক্র । এক্ষেত্রে অনলাইননে পণ্য কেনার সময় সবাইকে সচেতন হতে হবে। যে সকল প্রতিষ্ঠান পণ্য বিক্রয়ের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের নিবন্ধন আছে কিনা সেটি আগে যাচাই করতে হবে। সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার ক্ষেত্রে ঝুঁকি থাকে না। আবার অনেক প্রতারক প্রতিষ্ঠান পণ্য ডেলিভারির নামে আগেভাগে কুরিয়ার চার্জ নিয়ে হারিয়ে যায়। অনেক সময় প্রতারক চক্র আসল পণ্য দেখিয়ে নকল পণ্য ডেলিভারি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। বক্তরা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক সচেতনতা কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর যশোরের সহকারী নেটওয়ার্ক প্রকৌশলী আব্দুল্লাহ- আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।