মেসির সঙ্গে বার্সেলোনায় খেলার ইচ্ছা দিবালার

0

লোকসমাজ ডেস্ক॥ ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব পালের্মো থেকে জুভেন্টাসে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। সে থেকে এখন পর্যন্ত ক্লাবটিতে বেশ স্বচ্ছন্দ্যেই আছেন দিবালা। এমনকি জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও দারুণ জুটি গড়ে তুলেছেন তিনি। ক্লাবটির সঙ্গে এখনও দেড় বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই ফুটবলারের। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনাও রয়েছে।
তবে লিওনেল মেসির জাতীয় দলের এই সতীর্থ বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী দিবালা বার্সেলোনায় মেসির পাশাপাশি খেলার আগ্রহ প্রকাশ করেন। এই তারকা ফুটবলার বার্সাতে খেলার বিষয়ে বলেন, ‘বিশ্বে বার্সেলোনা অনেক বড় একটা দল এবং মেসিকে নিয়ে তারা আরও বিশাল। সেখানে যাওয়াটা নিশ্চয়ই খুবই দারুণ ব্যাপার হবে।’ বার্সায় যাওয়ার আগ্রহের কথা বললেও জুভেন্টাসে এখনও চুক্তি বাকি সেটাও জানালেন দিবালা। এমনকি ইতালিয়ান ক্লাবটি তাকে নিয়ে কী ভাবছে, সেটিও দেখতে চাইছেন এই আর্জেন্টাইন। তিনি আরও যোগ করেন, ‘জুভেন্টাসের সঙ্গে আমার এখনও দেড় বছরের চুক্তি আছে, যেটা খুব বেশি নয়। এদিকে করোনাভাইরাসের কারণে ক্লাবে যা হয়েছে, সেটা ক্লাবের জন্য সহজ ব্যাপার নয়। এই মুহূর্তে যদিও অন্য খেলোয়াড়রা চুক্তি নবায়ন করছে। আমিও অপেক্ষা করে আছি। দেখা যাক কী হয়।’এদিকে টানা আটবারের সিরি আ লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস বুফনের পাশাপাশি রোনালদোকে পেয়ে আরও বড় হয়ে উঠেছে জানিয়ে দিবালা আরও বলেন, ‘জুভেন্টাস দুর্দান্ত ক্লাব। খুবই বড়, সাফল্যে পূর্ণ এবং বর্তমানে এখানে বড় মাপের খেলোয়াড় আছে। এখানে জিয়ানুইলজি বুফন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে পারাটা বিশাল ব্যাপার। যারা এই ক্লাবটাকে আরও বড় করে তুলেছে।’ চলতি মৌসুমে জুভেন্টাসের শিরোপার লড়াইয়ে দিবালা বেশ ভালো ভাবে ভূমিকা রাখছেন। ইতিমধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১৩ গোলও করেছেন এই আর্জেন্টাইন। এছাড়াও সতীর্থদের দিয়েও করিয়েছেন সাত গোল।