সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ দুজনের মৃত্যু

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গত সোমবার মারা যান ওই নারী ও ৭০ বছর বয়সের এক বৃদ্ধ। মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৬) ও সদর উপজেলার রইচপুর গ্রামের আয়ুব আলী (৭০)। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ মে সেলিনা বেগম হাসপাতালের আইসোলশনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে তার মৃত্যু হয়। এদিকে বৃদ্ধ আয়ুব আলী একই উপসর্গ নিয়ে গত ২২ মে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় পর দিন ভোরে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃত্যুবরণকারী দুই ব্যক্তিই মেডিকেলে ভর্তির পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। সাতীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, তাদের বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। এনিয়ে, সাতীরায় করোনার উপসর্গ নিয়ে মোট নয় জনের মৃত্যু হলো। এর মধ্যে সাতজনের রিপোর্ট সাতীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। সাতটি রিপোর্টই নেগেটিভ।