যশোর শহরে সেনাবাহিনীর করোনা জীবাণুনাশক স্প্রে বুথ স্থাপন

0

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল দুপুরে যশোর শহরের দড়াটানায় চালু করা হয়েছে করোনা জীবাণুনাশক ¯েপ্র বুথ। এ রাস্তায় যে সকল পথচারী চলাচল করছেন তাদের সবাইকে ওই বুথের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে চারপাশ থেকে ব্লিচিং সলিউশনের ফোয়ারায় সকল পথচারীর শরীর ¯েপ্র হয়ে যাবে এবং শরীর ও পরনের জামা-কাপড় ও বাহন জীবাণুমুক্ত হয়ে যাবে।
যশোর সেনানিবাসের ৮৮ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে গতকাল দুপুর ১টা ১৫ মিনিটে এ ¯েপ্র বুথ স্থাপন করা হয়। পৌরসভার পানির লাইনে পাইপ দিয়ে বৃহৎ ড্রামের সাথে এর সংযোগ দেয়া হয়েছে। সেখান থেকে একাধিক ফোয়ারার সমন্বয় ঘটানো হয়েছে জীবাণুনাশক ¯েপ্র বুথে। রিকশা, সাইকেল, মোটরসাইকেল আরোহী এ বুথের ভেতর দিয়ে যাতায়াত করতে পারছেন। সেখানে ট্রাফিক ও থানা পুলিশ পাহারায় রয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে পুলিশের উপস্থিতিতে একটি রিকশা ও মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে বুথের ভেতর প্রবেশ করে। তখন রিকশাচালক বুথে সজোরে আঘাত করে। এতে কিছু সময়ের জন্যে বন্ধ হয়ে যায় বুথ। পরে সচল হয়। করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কমিটির সভাপতি, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, ৮৮ পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম খান দুপুরে স্প্রে বুথ পরিদর্শন করেন।