মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

0

মোংলা সংবাদদাতা॥ মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদুর রহমান টুটুল নামে প্রভাবশালী পরিবারের এক বখাটে যুবককে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের মামার ঘাট এলাকা থেকে ওই যুবককে মোংলা থানা পুলিশ আটক করে। আটক যুবক চাঁদপাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যার শেখ মোস্তাফিজুর রহমান ও বর্তমান ইউপি সদস্য মাহফুজা রহমান আপিয়া দম্পত্তির বড় ছেলে।
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী পরিবারের বখাটে ছেলে এক সন্তানের পিতা টুটুলের সাথে ফেব্রুয়ারী মাসে পরিচয় হয় শহরতলীর নারকেলতলা এলাকার নির্মল বিশ্বাসের কলেজ পড়–য়া মেয়ের সাথে। তখন থেকেই তাকে প্রেমের প্রস্তাবে বিয়ের প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে এনে ধর্ষণ করে মাসুদুর রহমান টুটুল। সেখানে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার ধর্ষণ করে যুবক টুটুল। এ ঘটনা ফাঁস করা হলে ধর্ষিতাকে নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে সোমবার রাতে কলেজ ছাত্রী বাদি হয়ে থানায় মামলা করলে রাতেই তাকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুওে আটক টুটুলকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে ধষিতা ওই কলেজ ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।