চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার দুপুরে উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা গেছে,গত বুধবার উপজেলার নারায়ণপুর গ্রামে ৮ বছরের শিশু বাড়ির পাশেই খেলা করছিল। এ সময় প্রতিবেশী আব্দুল মাজিদ (৬২) শিশুটির মুখ চেপে তার ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। আহত অবস্থায় ওই শিশু বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা বলে এবং ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। শিশুটিতে দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার জুলকার ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় আহত শিশুটির মা আকলিমা বেগম থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ অভিযুক্ত আব্দুল মাজিদকে আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।