চৌগাছায় দোল খেলতে গিয়ে শিশুর করুণ মৃত্যু

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ঘরের আড়া ধরে ঝুল খেলতে গিয়ে আরিফুল ইসলাম নামের ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের আল-আমিন হোসেনের ছেলে। নিহত শিশুর পিতা জানান, শনিবার রাত আটটার দিকে তার ছেলে আরিফুল নিজ ঘরের চালের আড়া ধরে ঝুল খেলছিল। এসময় ডিগবাজি দিতে গিয়ে মেঝেতে ছিটকে পড়ে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিফাত নাজনীন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।