কোন ষড়যন্ত্র কাজে আসবে না ধানের শীষ আছে থাকবে : আজাদ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর -৬ আসনের উপ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের সাথে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নজরূল ইসলাম মঞ্জু । পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, ধানের শীষের গণজোয়ারে ভিত হয়ে আওয়ামী লীগ পোস্টার ছেঁড়া সংষ্কৃতিতে নেমেছে। পোস্টার ছিঁড়ে মানুষের হৃদয় পাওয়া যায় না। আগামী ২৯ তারিখ কেশবপুরের মানুষ ভোটের মাধ্যমে তাদের ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনবে। প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, ধানের শীষের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। ধানের শীষ আছে থাকবে। সাহসের সাথে মোকাবিলা করতে হবে। সোমবার নির্বাচনী এলাকার ভালুকঘর বাজার, জাহানপুর, বকুলতলা বাজার,কড়িয়াখলি ,বেগমপুর,সাতবাড়িয়া ও বেগমপুর বাজার এলাকায় ধানের শীষে ভোট চেয়ে ও লিফলেট বিতরণ শেষে বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত পথসভা হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান চৌধুরী, রেজাউল ইসলাম, গোলাম মোস্তফা বাবু প্রমুখ