ওয়াহই সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার, আবারও বললেন ওয়ার্ন

0

লোকসমাজ ডেস্ক॥ তার সময়ের এক ব্যাটিং কিংবদন্তি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ ওয়াহ। ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক হিসেবে দেখা হয় তাকে। কিন্তু তাকেই আবার সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলতে ছাড়েননি তার সতীর্থ ও সহঅধিনায়ক শেন ওয়ার্ন। একই কথা এদিন আবারও বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার।
ইএসপিএন-ক্রিকইনফোর সাম্প্রতিক এক সমীক্ষা দেখিয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৪৯৩ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ১০৪ বার রানআউটে নাম তুলেছেন স্টিভ ওয়াহ। সেই তুলনায় ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে শচীন টেন্ডুলকার জড়িত মাত্র ৯৮টি রানআউটের ঘটনায়। ক্রিকেট সমর্থকদের কাছে এই পরিসংখ্যানের আরেকটি চমকপ্রদ দিক ওয়াহর সঙ্গীরাই রানিং বিটুইন দ্য উইকেটে বেশি ‍ভুলের শিকার হয়েছেন- ১০৪ বার রান আউটের মধ্যে ৭৩ বার যা প্রায় ৭০ ভাগ। ক্রিকেট ইতিহাসে সঙ্গীকে এত বেশিবার রান আউট করানোর উদাহরণ আর নেই। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল-৫৬ বার। ক্রিকেট পরিসংখ্যানবিদ রব মুডি বৃহস্পতিবার ওয়াহর ১০৪টি রানআউটের ঘটনার ভিডিও পোস্ট করেছেন ‍টুইটারে। সেখানে আবার বিশেষভাবে উল্লেখ করেছেন এই ১০৪ বারের মধ্যে ওয়াহর ভুলের কারণে তার সঙ্গীরা রানআউট হয়েছেন ৭৩ বার। সঙ্গে সঙ্গে রি-টুইট করছেন ওয়ার্ন এবং লিখেছেন, ‘আবারও সেই কথার সমর্থনে রেকর্ড এবং আমি যা বলেছি হাজারবার। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, স্টিভ ওয়াহকে আমি মোটেই ঘৃণা করি না, আমি তাকে সম্প্রতি আমার সেরা অস্ট্রেলিয়ান একাদশে রেখেছি। তবে তাকে সহজেই সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলতে পারি, যাদের সঙ্গে আমি খেলেছি।’
এই রানআউটের সংখ্যার বাইরে স্টিভ ওয়াহ এখনও তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত। ১৬৮ টেস্ট ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরিসহ ৫১.০৬ গড়ে ১০,৯২৭ রান করেছেন তিনি। আর ৩২৫ ওয়ানডে থেকে ৩২.৯ গড়ে করেছেন ৭,৫৬৯ রান। ওয়াহর সঙ্গে ওয়ার্নের দ্বন্দ্বটা দুই দশকেরও বেশি পুরোনো। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের একটি টেস্টে অধিনায়ক স্টিভ ওয়াহ তার সহঅধিনায়ক ওয়ার্নকে বাদ দিয়েছিলেন এই বলে যে, কাঁধের অস্ত্রোপচারের পর লেগস্পিনার আগের মতো ভালো বোলিং করতে পারছেন না। যদিও দলের কোচ জিওফ মার্শ অধিনায়কের সঙ্গে একমত হতে পারেননি। ওয়ার্ন ২০১৮ সালে তার সর্বশেষ লেখা আত্মজীবনী ‘নো স্পিনে’ এই ঘটনার উল্লেখ করে ওয়াহকে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার চিত্রিত করেন, ‘যাদের সঙ্গে আমি খেলেছি, তাদের মধ্যে স্টিভ ওয়াহ সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার যে শুধু তার ৫০ গড় নিয়ে উদ্বিগ্ন থেকেছে।’