ঝিকরগাছায় কর্মহীনদের মাঝে বিএনপি নেতার অর্থ বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুস সাত্তার চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ ৪ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় টাওরা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে বামনআলী, চাঁপাতলা, সৈয়দপাড়া, টাওরা গ্রামের ৮০ টি পরিবারের মাঝে ৩শ’ টাকা করে প্রদান করা হয়। কাজী আব্দুস সাত্তার জানান, পানিসারা ইউনিয়নের ১৬টি গ্রামে তিনি ৪ শতাধিক পরিবারের মাঝে ৩ শ’ টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করবেন। এসময় উপস্থিত ছিলেন, পানিসারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, অ্যাড. কাজী সারাফাত হোসেন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম, আসাদুজ্জামান প্রমুখ।