তালার জালালপুরে ১৬৩ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ

0

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৩টি দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ট্যাগ অফিসার রফিকুল ইসলাম ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় সব পরিবারের মাঝে ৮ হাজার ৭শ টাকার সবজি বিতরণ করা হয়। পরিষদের প থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল, ১ কেজি আলু এবং ১ টি করে মিষ্টি কুমড়া।