চৌগাছায় জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় জোরপূর্বক জমি দখলে নিয়ে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে চৌগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল বাশার লিখিত বক্তব্যে জানান, তিনি পাশর্^বর্তী ঝিকরগাছা উপজেলার ডহর মাগুরা গ্রামের বাসিন্দা। চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মৌজা ২১৯, এসএ খতিয়ান ৬৭০, এসএ দাগ ২৬০, আরএস খতিয়ান ৫০১, আরএস দাগ ৬৮৪ ও সেপারেশন খতিয়ান ১৭১১ এ মোট জমির পরিমান ২৩ শতক। এর মধ্য থেকে তিনি সাড়ে ৮ শতক জমি কেনেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে জমির পাশের বাসিন্দা পলুয়া গ্রামের মনিরুল হাসান মুন্নার স্ত্রী আলেয়া বেগম সমুদয় জমি নিজের দখলে নেন। তিনি দেশে ফিরে বিষয়টি বুঝতে পেরে বেশ কয়েকবার জমি দখলের চেষ্টা করেন। কিন্তু আলেয়া বেগম ক্ষমতাধর হওয়ায় তিনি জমি দখলে নিতে ব্যর্থ হন। এক পর্যায়ে জমি দখলে নেয়ার জন্য আদালতে মামলা করেন। বর্তমানে সকল মামলা আদালতে বিচারাধীন আছে। আদালত এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের মাধ্যমে নোটিশ জারি করেন। কিন্তু দখলদার আলেয়া বেগম ও তার লোকজন আইনকে অমান্য করে ওই জমিতে পাকা বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। দখলদাররা বেপরোয়া হওয়ায় তিনি জমি দখলে নিতে সাহস পাচ্ছেন না। জমির দখল ফিরে পাওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আবুল বাশারের দুলাভাই হাবিবুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত আলেয়া বেগম বলেন, আবুল বাশারের কাছ থেকে জমি কেনা হয়েছে। তিনি টাকা নিয়েছেন, কিন্তু জমি রেজিস্ট্রি করে দেননি। যা গ্রামের অসংখ্য মানুষ জানেন।