রেলওয়ের কৃষিপণ্য পরিবহনে সাড়ে ৪ লাখ টাকা রাজস্ব আয়

0

লোকসমাজ ডেস্ক॥ চলমান করোনা পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের পণ্য পরিবহনে চালু হয়েছিল বিশেষ পার্সেল লাগেজ ভ্যান ট্রেন। এসব ট্রেনে কৃষিপণ্য পরিবহন করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিপণ্য পরিবহনের জন্য গত ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এ পর্যন্ত পার্সেল স্পেশাল ট্রেনে রেলওয়ে প্রায় ৫ লাখ কেজি সবজি ও কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকা রাজস্ব আয় করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে। জনসাধারণ তথা কৃষ‌কের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পার্সেল ট্রেন। বর্তমানে তিনটি রুটে পার্সেল ট্রেন চলাচল করছে। রুট তিনটি হলো: চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলও‌য়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা। করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।