চুয়াডাঙ্গা জেলায় ২০ মে আম সংগ্রহ শুরু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা জেলায় ২০ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আম সংগ্রহ কার্যক্রমের সিদ্ধান্ত হয়। বৈঠকে জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মলিক ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান, অতিরিক্ত উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মুন্সী প্রমুখ। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০ মে থেকে আঁটি, গুটি ও গোপালভোগ জাতের, ২৮ মে থেকে হিমসাগর ও বোম্বাই জাতের, ৫ জুন ল্যাংড়া জাতের, ১৫ জুন থেকে আম্্রপালি বারি-৩ জাতের , ২০ জুন থেকে ফজলী জাতের ও ১ জুলাই থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ চলবে।