দেড় লাখ টন অলিভ অয়েল রফতানি তিউনিসিয়ার

0

লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাস মহামারীর সময় বিভিন্ন দেশের আমদানি-রফতানি বাণিজ্য স্থবির হতে দেখা গেছে। তবে উল্টো চিত্র দেখা গেছে তিউনিসিয়ার অলিভ অয়েল রফতানিতে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়িয়েছে দেশটি। বেড়েছে অলিভ অয়েলের রফতানি আয়ও। এর মাধ্যমে মহামারীর সময় বাড়তি অর্থনৈতিক চাপ সামাল দেয়ার চেষ্টা করছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। খবর রয়টার্স ও অলিভ অয়েল টাইমস।
তিউনিসিয়ার ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারের সব মিলিয়ে ১ লাখ ৪৬ হাজার টন অলিভ অয়েল রফতানি হয়েছে। এ সময় পণ্যটি রফতানি করে তিউনিসিয়ার রফতানিকারকরা মোট ৮৯ কোটি ৬০ লাখ তিউনিসিয়ান দিনার (স্থানীয় মুদ্রা) বা ৩১ কোটি ডলার আয় করেছেন।
২০১৯ সালের প্রথম তিন মাসে তিউনিসিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮০ হাজার টন অলিভ অয়েল রফতানি হয়েছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে অলিভ অয়েল রফতানি বেড়েছে ৬৬ হাজার টন।
গত বছরের প্রথম তিন মাসে অলিভ অয়েল রফতানি করে তিউনিসিয়ান রফতানিকারকরা মোট ৭৪ কোটি তিউনিসিয়ান দিনার বা ২৫ কোটি ৫০ লাখ ডলার আয় করেছিলেন। এক বছরের ব্যবধানে অলিভ অয়েল রফতানি বাবদ তাদের আয় বেড়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত নভেম্বরের শুরু থেকে মার্চের শেষ নাগাদ সব মিলিয়ে ৩ লাখ টন অলিভ অয়েল রফতানি করেছে তিউনিসিয়া। এ সময়ের মধ্যে দেশটি মোট ২ লাখ ৫০ হাজার টন অলিভ অয়েল রফতানির লক্ষ্য নির্ধারণ করেছিল। সেই হিসেবে লক্ষ্যের তুলনায় বাড়তি ৫০ হাজার টন অলিভ অয়েল রফতানি করেছে তিউনিসিয়া।