৩ দশকের সর্বনিম্নে ভারতে স্বর্ণ আমদানি

0

লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী ও চলমান লকডাউনের কারণে কার্যত ভেঙে পড়েছে ভারতের স্বর্ণ আমদানি খাত। চলতি বছরের এপ্রিলে দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯৯ শতাংশের বেশি কমেছে। গত তিন দশকের মধ্যে ভারতীয় আমদানিকারকরা আগে কখনই এত কম স্বর্ণ আমদানি করেননি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও বিজনেস লাইন।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে ভারতীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সাকল্যে ৫০ কিলোগ্রাম স্বর্ণ আমদানি করেছেন, যা আগের বছরের একই মাসের তুলনায় ৯৯ দশমিক ৯ শতাংশ কম। ২০১৯ সালের এপ্রিলে ভারতের বাজারে সব মিলিয়ে ১১০ টনের বেশি স্বর্ণ আমদানি হয়েছিল। এর মধ্য দিয়ে মূল্যবান ধাতুটির মাসভিত্তিক আমদানি তিন দশকের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
এপ্রিলে স্বর্ণ আমদানি বাবদ ভারতীয় আমদানিকারকরা সাকল্যে ২৮ লাখ ৪০ হাজার ডলার ব্যয় করেছেন। গত বছরের একই সময়ে এ খাতে ৩৯৭ কোটি ডলার ব্যয় হয়েছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ কমে ১১ বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। একদিকে চাহিদায় রেকর্ড পতন, অন্যদিকে দেশজুড়ে চলমান লকডাউন—এ দুই কারণে এপ্রিলে ভারতের বাজারে স্বর্ণ আমদানিতে ধস নেমেছে।
এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা দাঁড়িয়েছে ১০১ দশমিক ৯ টনে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৫৯ টন।