বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বাংলাদেশ সময় রোববার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৪০ লাখ ৫১ হাজার ৪৩১ জন। মারা গেছেন ২ লাখ ৭৯ হাজার ৭৩৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৮৫ হাজার ৫৯২ জন।
করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৯ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১৩ লাখের বেশি। তবে সুস্থ হওয়ার তালিকাতেও সবার শীর্ষে রয়েছে দেশটি। এখন পর্যন্ত সেখানে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১২ হাজার ৫৩৪ জন। মৃতের হিসাব যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য শীর্ষ দেশগুলো হচ্ছে যথাক্রমে যুক্তরাজ্য (৩১,৬৬৬), ইতালি (৩০,৩৯৫), স্পেন (২৬,৪৭৮) ও ফ্রান্স (২৬,৩১৩)। এদিকে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পর রয়েছে যথাক্রমে স্পেন (২ লাখ ২৩ হাজার ৫৭৮), ইতালি (২ লাখ ১৮ হাজার ২৬৮), যুক্তরাজ্য (২ লাখ ১৬ হাজার ৫২৬) ও রাশিয়া (২ লাখ ৯ হাজার ৬৬৮)। সুস্থ হওয়ার তালিকার শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে, জার্মানি (১ লাখ ৪৪ হাজার ৪০০), স্পেন (১ লাখ ৩৩ হাজার ৯৫২), ইতালি (১ লাখ ৩ হাজার ০৩১), তুরস্ক (৮৯ হাজার ৪৮০) ও ইরান (৮৬ হাজার ১৪৩)।