সাতক্ষীরা মেডিকেলে কর্মবিরতি : যা ঘটেছিল সেই চিকিৎসকের সঙ্গে

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ করোনার সম্মুখযোদ্ধা চিকিৎসকরা। চিকিৎসক সঙ্কটের জেরে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে ২ হাজার চিকিৎসক। কিন্তু এরই মাঝে কর্মবিরতিতে গেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসাররা। আজ কর্মবিরতির প্রথমদিন মানববন্ধন করেন তারা। কিন্তু কেন এই কর্মবিরতি? হাসপালে মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত আছেন ডা. তৈয়েবুর রহমান। তিনি বলেন, শুক্রবার একজন রোগীর জন্য তার সঙ্গে থাকা আত্মীয়কে একটি ওষুধ আনতে বলা হয়। অত্যন্ত গরিব। তিনি যান পাশ্ববর্তী এস এম ড্রাগ হাউজে।
সেখানে প্রেসক্রিপশনের বাইরে অন্য একটি ওষুধ দেন তারা। ফিরে এলে নার্স জানান, এই ওষুধ দেয়া যাবে না, আপনাকে যে ওষুধ লিখে দিয়েছি বদলিয়ে সেটা নিয়ে আসুন। এরপর সেই দোকানে গেলে ফিরিয়ে দেয়া হয় তাকে। তিনি আরও বলেন, গরিব রোগীটির দিকে তাকিয়ে মায়া হয় আমার। আমি তাকে নিয়ে বিকাল ৫টার দিকে ওষুধের দোকানে যাই। গিয়ে ওষুধটা বদলিয়ে অথবা টাকা ফেরত দিতে বলি। তারা বলতে থাকেন, না এটা সম্ভব না। বিক্রিত ওষুধ ফেরত নেয়া হয় না। এমন সময় মনিরুল নামে একজন এগিয়ে আসেন। তিনি এই বিল্ডিংয়ের মালিকের ছেলে। তিনি বলেন, আপনার বাড়ি কই? আমার বাড়ি ফরিদপুর। আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছি। তিনি এসে আমাকে ধাক্কা দেন। এরপর বলেন, ফরিদপুর থেকে এসে সাতক্ষীরায় মাতব্বরি করেন। আমি তখন তাকে বলি, আমি সরকারি কর্মকর্তা। আমি আপনাকে হয়ত কিছু বলতে পারবো না। কিন্তু আপনি কাজটা ঠিক করলেননা। এর প্রতিবাদে আজ শনিবার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিকেল অফিসাররা কর্মবিরতিতে আছেন। প্রায় ২০ জন অফিসার এই কর্মবিরতি পালন করছেন। ডা. তৈয়েবুর রহমান আরও বলেন, আমার কাছে যতোদিন তিনি ক্ষমাপ্রার্থনা না করবেন বা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হবে ততদিন আমরা কর্মবিরতি চালিয়ে যাবো। গোটা বিশ্বে একটা ক্রান্তিকাল চলছে। এখন প্রয়োজন চিকিৎসকদের। আমরাও সেবা দিয়ে যেতে চাই। চাই দ্রুত এর সুরাহা হোক।