ঝিকরগাছায় নার্স, প্যাথলজিস্টসহ ৩ জনের করোনা পজেটিভ, মোট আক্রান্ত ৮

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় আবারো একজন সিনিয়র স্টার্ফ নার্স, একজন প্যাথলজিস্টসহ নতুন করে ৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। ফলে এ উপজেলার মোট আক্রান্তের সংখ্যা ৮ জনে দাড়ালো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের রির্পোটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কোহিনুর বেগম, ল্যাব টেকনিশিয়ান শহিদুল ইসলাম ও হসপিটাল গেটের সামনের মুদি দোকানী ওবাইদুর রহমান। ইতিপর্বে ঝিকরগাছায় ৫ জনের শরীরে করোনা পজেটিভকৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই (নমুনা সংগ্রহকারী) শারাফাত হোসেন মুন্না (৫২), এমটি ল্যাব সহকারী যশোর ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা শাফায়াত হোসেন চয়ন (৩৫), মোবারকপুর গ্রামের মৃত কওসার আলীর স্ত্রী জরিনা বেগম (৬০), বামনআলী গ্রামের হুদা কসাইয়ের মেয়ে (গার্মেন্টস কর্মী) টুম্পা খাতুন (২০) ও নায়ড়া গ্রামের মৃতঃ আজিবর রহমানের ছেলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাব সহকারী হুমায়ুন কবীর (৩৮)। ঝিকরগাছা থেকে নমুনা পাঠানোদের মধ্যে থেকে এ পর্যন্ত ঝিকরগাছায় মোট ৮ জনের শরীরে করোনা পজেটিভ হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাশিদুল আলম জানিয়েছেন। অপরদিকে সম্প্রতি উপজেলার লক্ষিপুর গ্রামের মৃতঃ সিরাজুল ইসলামের ছেলে শামছুর রহমান (৬০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। সেখান তার করোনা পজেটিভ হলে তাকে যশোর টিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল বলে জানাগেছে।