কলারোয়ার চৌরাস্তা মোড়ে দড়ি টাঙিয়ে পথ আটকানো হলো

0

কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা)॥ সাতক্ষীরার কলারোয়ার চৌরাস্তা মোড়ের বাজারমুখি রাস্তায় রশি বা দড়ি টাঙিয়ে পথ আটকে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। জরুরী প্রয়োজনে সীমিত সংখ্যক মানুষের শুধু পায়ে হেটে যাওয়ার উপযোগি রেখে জনসমাগম এড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। কোন গাড়ী নিয়ে যেতে পারবেন না কেউ। সোমবার দুপুরে কাঁচা-ট-মাছ-মাংস বাজারের প্রবেশমুখে দড়ি টাঙিয়ে দেয়া হয়। সেসময় সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসিল্যান্ড আক্তার হোসেন। এদিকে, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাজার মনিটরিং করেন তিঁনি। পাশাপাশি সামাজিক নিরাপদ দুরত্ব বজায় না রাখা, মাস্ক ব্যবহার না করা ও মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করার অভিযোগে কয়েকজনকে জরিমানা করেন তাৎনিক বসা ভ্রাম্যমান আদালত। সেনাবাহিনীর একটি টিম ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতিরসহ.সভাপতি আশফাকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আলিমুর রহমান অন্যরা। অনুরূপ অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিভিন্ন এলাকাতেও। আক্তার হোসেন জানান,কলারোয়া উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজারমূল্য মনিটরিং ও নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা ও জনসমাগম করায় কয়েকজনকে জরিমানা করা হয়। সবাই মাহে রমজানের পবিত্রতা রার পাশাপাশি নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। তিঁনি বলেন- ‘সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। কলারোয়ার মানুষকে ভালো রাখার জন্য নিজেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন। এদিকে স্থানীয় কয়েকজন জানান- ‘দুর্যোগ এই মুহুর্তে আমরা জনগণই খারাপ আচরণ করছি। বেশির ভাগ মানুষ তো হেটে চলেই ভিড় করছেন। রশি বা দড়ি টাঙানেরা চেয়ে সকাল থেকে চৌরাস্তা মোড় এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সার্বনিক ২/৩ জন সেনাবাহিনীর সদস্য অবস্থান করলে হয়তো আমরা নিয়ন্ত্রিত হতাম।’