বেনাপোলে আধামণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আধামণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন-বেনাপোলের ৪ নং ঘিবা গ্রামের সাহেব আলীর ছেলে সুজন হোসেন (৩২) ও আলী আকবরের ছেলে সবুজ হোসেন (২৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবি’র ৪৯ কোম্পানির স্থানীয় ঘিবা ক্যাম্পের হাবিলদার মো. আনিছুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২ মে রাত আড়াইটার দিকে ৪ নং ঘিবা গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় জনৈক সুজনের স্যালো মেশিনঘরের পাশ থেকে উল্লিখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাদের কাছ থেকে মোট ১০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে ২ কেজি করে গাঁজা ছিলো। মোট গাঁজার পরিমাণ আধামণ। মাদক ব্যবসায়ীরা অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারত থেকে এই গাঁজা নিয়ে এসেছিলো। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, আটক সুজন হোসেন ও সবুজ হোসেনকে রোববার আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।