খুলনায় যুবদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা

0

খুলনা ব্যুরো ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশের মতো একটি দেশের উন্নয়ন প্রয়াসের সবচেয়ে বড় লড়াইটা হলো দারিদ্র দূরীকরণ। বহু মানুষকে দারিদ্রসীমার নিচ থেকে বের করে আনা সম্ভব হলেও ছোট আয়তনের বেশি মানুষের দেশে অনেক মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করছে। করোনাকালে তাদের হাহাকার আমরা শুনেছি। নানা ব্যক্তি ও সংগঠন চেষ্টা করছে অনাহারে থাকা হতদরিদ্র মানুষকে যতটা পারে খাদ্রসামগ্রী পৌঁছে দিতে। কিন্তু এ সমাজে এমন কোটি কোটি পরিবার আছে যারা হাত পেতে সাহায্য নেবে না, বাইরে বের হয়ে এসে ভিক্ষা নেবে না। এরা আছে সবচেয়ে খারাপ অবস্থায়।
মঙ্গলবার খুলনা সদর থানার ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ও যুবনেতা সাখাওয়াত হোসেনের সহায়তায় শিপইয়ার্ড গেট সংলগ্ন ইমাম হাসান-হোসেন জামে মসজিদ প্রাঙ্গণে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি অসহায় পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, আফসার উদ্দিন মাস্টার, আসলাম হোসেন, মনিরুল ইকবাল কিরণ, নাজমুল হাসান নাছিম, সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান টুকু, ইয়াকুব পাটোয়ারী, মাসুদ রুমী, সায়েম, রেজাউল করিম, আব্দুর রহিম, গোলজার, ইদ্রিস আলি, হায়দার আলী প্রমুখ।