স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন অভয়নগরে

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে স্বামী গোলাম রসুলের নির্যাতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবিনা বেগম নামে এক গৃহবধূ। তিনি অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামের সাহেব আলীর মেয়ে। গত ১২ আগস্ট তিনি তার স্বামীকে তালাক দেন। বুধবার দুপুরে অভয়নগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা বেগম জানান, ২০০৬ সালে বাগেরহাট সদরের নওয়াপাড়া গ্রামের সুনিল সাহার ছেলে মধু সাহা ওরফে গোলাম রসুলের সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর তাদের বিয়ে হয়। বিয়ের আগে মধু সাহা এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করে গোলাম রসুল নাম প্রাপ্ত হন। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। তিনি বলেন, এর আগে গোলাম রসুল একাধিকবার বিয়ে করে তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে ছেড়ে দেন। এরপর ২০১২ সালে তিনি অতিষ্ঠ হয়ে স্বামীকে নিয়ে ঢাকায় গিয়ে চার বছর দু’জনে চাকরি করে বাড়ি ফিরে আসেন এবং মা-বাবার কাছ থেকে সাহায্য নিয়ে নওয়াপাড়া বাজারে একটি বাড়ি করেন। কিন্তু ঝামেলা থাকায় ওই বাড়ি ৪ লাখ টাকায় বিক্রি করেন। যার অর্ধেক গোলাম রসুল ব্যাংকে রাখার নামে আত্মসাত করেন। বাকি দুই লাখ টাকা নেওয়ার জন্য নানাভাবে হয়রানি ও তার ওপর শারীরিক নির্যাতন চালান। নির্যাতন সহ্য করতে না পেরে স্বজনদের পরামর্শে তিনি গত ১২ আগস্ট স্বামীকে তালাক দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মা-বাবার সাথে নওয়াপাড়া থেকে বাড়ি ফেরার পথে গোলাম রসুল গালিগালাজ ও পিতামাতাসহ তার দুই ভগ্নিপতিকে প্রাণনাশের হুমকি দেন। তার আশঙ্কা, ভবিষ্যতে গোলাম রসুল তার সন্তানসহ আত্মীয়-স্বজনদের ক্ষতি করতে পারেন। সংবাদ সমে¥লনে উপস্থিত ছিলেন তার পিতা সাহেব আলী, মা সবুরোন নেছা, ভগ্নিপতি মাহাবুর মোল্যা ও ভাগ্নে লুৎফর রহমান।