ঝিকরগাছায় দূ’জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের শরীরে করোনা পজেটিভ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় ২ জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়াগেছে। এরা হলেন, ঝিকরগাছা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (এম,টি,ই,পি,আই) করোনা নমুনা সংগ্রহকারী মোঃ শারাফাত হোসেন মুন্না (৫৫), উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের মৃত আজিবার রহমানের পুত্র শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি (এমটি ল্যাব) হুমায়ুন কবির (৪২), পৌরসদরের মোবারকপুর গ্রামের মৃতঃ কাওছার আলীর স্ত্রী জরিনা বেগম (৬০) ও গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হুদা কশাইয়ের মেয়ে ঢাকার গার্মেন্টসকর্মী টুম্পা খাতুন (২০)। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশিদুল আলম জানিয়েছেন, গত ২১, ২২ ও ২৩ এপ্রিল নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানোদের মধ্যে ঝিকরগাছার ৩ জনের করোনা পজেটিভ হয়েছে। এছাড়া শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি ফারুক হোসেনের বাড়িও ঝিকরগাছার নায়ড়া গ্রামে। ফলে ঝিকরগাছায় প্রথমবারের মত ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গার্মেন্টসকর্মী টুম্পা খাতুন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছে বলে তার ভাই জনি হোসেন জানিয়েছেন। বাকিরা নিজনিজ বাসাই রয়েছেন বলে জানাগেছে।