৩ হাজার ডলারে উঠতে পারে স্বর্ণের আউন্স

0

লোকসমাজ ডেস্ক॥ গভীর সংকটে রয়েছে বিশ্ব অর্থনীতি। নভেল করোনাভাইরাসের মহামারী সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম স্থবির করে দিয়েছে। এরই মধ্যে মন্দার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। অর্থনীতির এমন সংকটকালে বিনিয়োগকারীরা তুলনামূলক স্বস্তিদায়ক উৎস বিবেচনায় নিয়ে স্বর্ণের বাজারে বিনিয়োগ বাড়ান। এবারো অনেকটাই তা-ই হয়েছে। বাড়ছে চাহিদা, বাড়ছে স্বর্ণের দামও। এ পরিস্থিতিতে চলতি বছর মূল্যবান ধাতুটির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যেতে পারে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর মাইনিংডটকম।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালজুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে স্বর্ণের বেচাকেনা চলতে থাকবে। এ সময় যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম কমলেও তা আউন্সপ্রতি ১ হাজার ডলারের নিচে নামবে না। তবে মূল্য বৃদ্ধির সম্ভাবনা বেশি। বাড়তে বাড়তে স্বর্ণের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে আউন্সপ্রতি ৩ হাজার ডলারে উন্নীত হতে পারে।
এর আগে ২০১১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চে উঠেছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। ওই সময় প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৯০০ ডলারে বিক্রি হয়েছিল। মূলত বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জের ধরে ২০১১ সালের আগস্টে স্বর্ণের বাজার চাঙ্গা হয়ে উঠেছিল। এবারো একই পথে হাঁটছে বিশ্ব অর্থনীতি। বলতে গেলে এবারের সংকট আগের যেকোনো সময়ের তুলনায় নজিরবিহীন। ফলে স্বর্ণের বাজার চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনাও প্রবল।
প্রতিবেদনে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, মুদ্রাবাজারে সংকট সামাল দেয়া তুলনামূলক সহজ। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড প্রয়োজনে ডলার ছেপে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করতে পারে। তবে ফেডের পক্ষে ডলারের মতো স্বর্ণ ছাপানো কিংবা ধাতুটির তাতক্ষণিক মজুদ বাড়ানো সম্ভব না। এতে মূল্যবান ধাতুটির বাজার পরিস্থিতি অস্থির হয়ে ওঠার সম্ভাবনা রয়ে যায়।
এদিকে ওয়ার্ল্ড গোর্ল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রাইস ইনডেক্স অনুযায়ী, গতকাল দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৫ ডলার ৫২ সেন্ট। ঠিক এক সপ্তাহ আগেও মূল্যবান ধাতুটির দাম সাড়ে সাত বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। ওই সময় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ৭৮৮ ডলারে।