যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন, তারা সম্পূর্ণ সুস্থ

0

লোকসমাজ ডেস্ক॥ কোয়ারেন্টাইন থেকে ছাড় পেলেও অনেকে সামাজিকভাবে নানা হেয়প্রতিপন্নের শিকার হচ্ছেন। এ বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন, তারা সম্পূর্ণ সুস্থ। তারা সবার সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। তবে অবশ্যই এখনও বলব, ঘরের বাইরে না যেতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে।’ তিনি বলেন, ’গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ১ হাজার ৪২৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে গেছেন ৪ হাজার ১৬৮ জন। হোম ও প্রাতিষ্ঠানিক মিলে নতুন কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৫৯২ জন।
স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নাসিমা সুলতানা বলেন, ‘আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন। বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে নিজের হাত ধুবেন এবং পরিবারের সবাইকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করবেন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সর্দি-কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে তৈরি তিন স্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। যারা কোয়ারেন্টাইনে আছেন, তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনোকিছু স্পর্শ করার আগেই ভালোভাবে হাত ধুয়ে নিন বা হ্যান্ড স্যানিটাইটার ব্যবহার করুন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসা নিন। কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন। অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এ ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে।’ গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০ জন। এই ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৪ জন। তাদের মধ্যে ৬০ বছরের বেশি ৩ জন, ৫০ থেকে ৬০ বছর বয়সী ৩ জন এবং ৪০ থেকে ৫০ বছর বয়সী ৩ জন বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত এ মহাপরিচালক। এখন অনেকে দেশের বাইরে থেকে স্থল, নৌ ও বিমান পথে আসছেন। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর দিয়ে দেশে এসেছেন ১৬৫ জন এবং মোট এসেছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। এই সময়ে স্থলবন্দর দিয়ে এসেছেন ৮২ জন এবং মোট এসেছেন ৩ লাখ ২৭ হাজার ৬৬২ জন। একই সময়ে সমুদ্রবন্দর দিয়ে গত ২৪ ঘণ্টায় এসেছেন ১৮৪ জন এবং মোট এসেছেন ১৪ হাজার ৪৮৬ জন। তাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে।