মোংলা থেকে চুরি হওয়া প্রাইভেটকার বরিশালে উদ্ধার, আটক ৩

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দরের পুরানো বাসস্ট্যান্ড থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার ৯দিন পর উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকায় আন্তঃজেলা গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। মোংলা উপজেলার সুন্দরবন এলাকার বাঁশতলা গ্রামের এমদাদ শিকারী এ প্রাইভেটকারটি মালিকের কাছ থেকে নিয়ে রেন্ট এ কার হিসেবে ভাড়ায় চালাতেন । পুলিশ জানায়, গত ৮এপ্রিল বন্দরের শিল্প এলাকার বাসস্ট্যান্ড থেকে সাদা রংয়ের ঢাকা-মেট্ট্রো-(ঘ-১১৫২৬২) নাম্বারের একটি প্রাইভেটকার চুরি হয়ে যায়। এ গাড়ি চুরির ঘটনায় মোংলা থানায় অভিযোগ করে মালিক প। অভিযোগের সূত্র ধরে বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে মোংলা থানা পুলিশ। ১৭ এপ্রিল মোংলার কুমারখালী এলাকা থেকে আটক করা হয় গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য ঝালকাঠী জেলার রাজাপুর থানার তারাবুনিয়া গ্রামের মোসারেফ হাওলাদারের ছেলে জামাল হাওলাদারকে (২৩)। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে মোংলা থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুল আহাদ শুক্রবার রাতে বরিশালের কাউনিয়া এলাকা থেকে উদ্ধার করেন প্রাইভেট কারটি। ওই সময় চুরির সাথে জড়িত বরিশাল জেলার কাউনিয়া থানার চরবাড়িয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. শামিম (৪০) ও ঝালকাঠী জেলার নলচিঠি থানার চৌকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মঞ্জু মোল্লাকে (৬০) আটক করা হয়। শনিবার গাড়ি ছিনতাই চক্রের ওই তিন সদস্যকে গাড়িসহ মোংলা থানায় আনা হয়।