মণিরামপুরে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের মণিরামপুরের এক পুরুষ স্বাস্থ্যকর্মীর (৩৩) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ‘মণিরামপুর হাসপাতাল থেকে সন্দেহভাজন ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আমাদের স্বাস্থ্যকর্মী। বর্তমানে তিনি তার শ্বশুরবাড়িতে রয়েছেন। তিনি যে সব স্থানে ছিলেন, সেইসব জায়গা চিহ্নিত করা হচ্ছে। এরপর সেইসব এলাকা লকডাউনের ব্যবস্থা করা হবে। যশোর থেকে অ্যাম্বুলেন্স আসছে। তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, যশোরের সিভিল সার্জন বিষয়টি জানিয়েছে। উপজেলা প্রশাসনের লোকজন সেখানে গিয়েছেন। তার সঙ্গে সংস্পর্শে আসা লোকজনকে শনাক্তের কাজ শুরু হয়েছে।