বাংলাদেশের পুকুর থেকে নদী সব জলাধারে অ্যান্টিবায়োটিক

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের খাল, বিল, পুকুর ও নদীগুলোতে উচ্চমাত্রার রাসায়নিক ও অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধের উপাদান পাওয়া গেছে। শুক্রবার জার্নাল সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারের কারণে ব্যাক্টেরিয়া,ভাইরাস ও পরভুক্ জীবাণুসহ অণুজীবগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাচ্ছে, যার ফলে পরিবেশে পড়ছে নেতিবাচক প্রভাব।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবায়াল ওষুধের যথেচ্ছ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ খুব একটা নেই। তাই ব্যাপকভাবে মানুষের ওপর ও কৃষিজ পণ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এছাড়া বর্জ্যপানি নিস্কাশন ব্যবস্থার মান ভালো না হওয়ায় অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ গিয়ে পড়ছে খাল, বিল, পুকুর ও নদীগুলোতে। এতে বলা হয়েছে, শহর ও গ্রামের জলাধারগুলোতে বিভিন্ন ওষুধের সমাহার পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে, অ্যামোক্সোসিলিন, ক্লিন্ডামাইসিন, লিনকোমাইসিন, লাইনজোলিড, মেট্রোনাইডাজল, মক্সিফ্লোক্সাসিন, নালিডিক্সিক অ্যাসিড ও সালফাপাইরিডিন। গবষেণার জন্য পানির নমুনা ২০১৯ সালে পুকুর,খাল, বিল ও নদীগুলো থেকে সংগ্রহ করা হয়েছিল। এছাড়া হস্তচালিত পাম্প, নিমজ্জিত পাম্প ও বর্জ্যপানি প্রক্রিয়াকরণ প্লান্ট এলাকা থেকেও পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল।