যশোর শহরে র‌্যাবের অভিযানে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়ায় বুধবার অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এহসানুল হক তুষার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি টিম বুধবার বেলা সোয়া ১১টার দিকে বেজপাড়া মাহফুজ সড়কের জনৈক নেছার উদ্দিনের তৃতীয় তলার একটি ভবনে ( হোল্ডিং নং-এইচ-৮৪৬-১) অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া এহসানুল হক তুষারের ঘরে তল্লাশি চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। সেই সাথে এহসানুল হক তুষারকে আটক করা হয়। তিনি বেজপাড়া টিবি কিনিক রোডের গোলাম কুদ্দুস মুকলের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, আটক এহসানুল হক তুষার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।