১ লাখ ৯০ হাজার টন মজুদ করছে ভিয়েতনাম

0

লোকসমাজ ডেস্ক॥ আপত্কালীন অভ্যন্তরীণ ব্যবহারের জন্য প্রায় দুই লাখ টন চাল মজুদের সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। মূলত বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ায় নাগরিকদের খাদ্যনিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চাল মজুদের এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ব্লুমবার্গ।
বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনামের জেনারেল ডিপার্টমেন্ট অব স্টেট রিজার্ভ সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার টন চাল মজুদ করবে। আগামী ১৫ জুনের মধ্যে ধাপে ধাপে মজুদ প্রক্রিয়া সম্পন্ন হবে। নভেল করোনাভাইরাসের মহামারী কিংবা এর পরবর্তী সময়ে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হলে মজুদ করা এসব চাল দিয়ে সংকট সামাল দেয়া হবে।
এরই মধ্যে ভিয়েতনামের জেনারেল ডিপার্টমেন্ট অব স্টেট রিজার্ভ ৮০ হাজার টন ধান মজুদ করেছে। গত বছর দেশটি একই পরিমাণ ধান ও দুই লাখ টন চাল মজুদ করেছিল।
ভারত ও থাইল্যান্ডের পর ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিরকারক দেশ। বিদ্যমান পরিস্থিতিতে দেশটি চালের আপত্কালীন মজুদ বাড়ালে রফতানি কমে আসার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। যদিও এর আগেই ভিয়েতনাম সরকার চাল রফতানির নতুন চুক্তি বন্ধ করে দিয়েছে। আজ অবধি এ সাময়িক নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা রয়েছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭০ লাখ টন চাল রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ বেশি। ২০১৮ সালে ভিয়েতনাম মোট ৬৮ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করেছিল।
এদিকে গত বছর শেষে ভিয়েতনামে চালের সমাপনী মজুদ দাঁড়িয়েছে ১২ লাখ ১ হাজার টনে।