ঝিককরগাছায় ইউএনও’র নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড), সেনাবাহিনী ও থানা পুলিশ। দিনভর ঝিকরগাছা পৌরসদরসহ উপজেলার বাঁকড়া-ঝিকরগাছা সড়ক, বাঁকড়া-বাগআচড়া, ঝিকরগাছা-ছুটিপুর সড়ক, ঝিকরগাছা- কায়েমকোলা সড়ক, কাশিপুর-ঝিকরগাছাসড়ক, বেনেয়ালী -শিশুলিয়াসড়কসহ বিভিন্ন বাজারে বাজারে গিয়ে টহল দেয় পৃথক এসব দল। এসময় সরকারী নিয়ম অমান্য করায় ভিড় এড়াতে বেশকয়েকটি চায়ের দোকান বন্ধ করা হয়েছে। এছাড়া নাম্বার বিহীন মোটর সাইকেল, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের মুচলেকা দেয়া, ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত সেবা মূল্য নেয়াদের জরিমানাসহ জরুরী প্রয়োজনে বাইরে বের হলে মাক্স ব্যবহার বাধ্যতামুলক হিসাবে জনগনকে সচেতন করা হয়। দিনভর এসব টহলে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার, সুমী মজুমদার, সহকারী কমিনার ভূমি (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আফজাল হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সেকেন্ড অফিসার এস আই দেবব্রত দাসসহ থানার সকল অফিসারবৃন্দ। এছাড়া শুক্রবার জুম্মবাদ করোনা ভাইরাসে নিহতদের স্বরণে এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে।