বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।
জেলা বিএনপি কার্যালয়ে বাদ আসর জেলা স্বেচ্ছাসেবক দল ও বাদ মাগরিব জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ।
স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর) জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সোমবার বিকেলে যশোরের অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে নওয়াপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান।অন্যান্যের ভেতর বক্তৃতা করেন, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, রজলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি, অভয়নগর থানা বিএনপির নেতা গাজী নজরুল ইসলাম, থানা যুগ্ম আহবায়ক নওয়াব আলি সরদার, পৌর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, থানা যুগ্ম আহবায়ক এফ এম গিয়াস উদ্দিন, পৌর সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন,থানা আহবায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ,বিএনপি নেতা সেলিম রেজা, মাসুদ রানা, হাবিবুর রহমান খোকন, ফরহাদ হোসেন, মাহামুদুল কবির, রেজাউল ইসলাম রেজা, মোহাম্মদ আলি বেগ শোনা, হাবিবুর রহমান, মো. নুরুজ্জামান,সিরাজুল ইসলাম মান্নু,রবিউল ইসলাম মোল্লা, মুজিবর রহমান,নাসির উদ্দিন,রফিকুজ্জামান টুলু,রুহুল আমিন, অবেদ আলি,মুস্তাফিজুর রহমান, আকবর আলি খান, ইয়ার আলি,কামাল ফারাজি,কাজী মশিয়ার রহমান, সাইফুল ইসলাম, আবুল কালাম,মারুফ মোল্যা,রিপন হোসেন,সাজ্জাদ হোসেন, যুবদল নেতা কামাল হোসেন, আকরাম আক্তার কোরাইশি পাপ্পু, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন নওয়াপাড়া পৌর বিএনপির নেতা মোস্তফা কামাল ও ছাত্রদল নেতা মো. রফসান হোসেন।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরবাদ স্থানীয় এসএন টাওয়ার মার্কেটে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। দোয়া পরিচালনা করেন, মোবারকপুর ফোরকানিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষক হাফেজ হামিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, মহিলাদল নেত্রী নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।
স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) জানান, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার মনিরামপুরে থানা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, আবু তালেব, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিস, মুক্তার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।
শার্শা(যশোর)সংবাদদাতা জানান, যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসর নামাজের পর নাভারন বড় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম মনি, লক্ষনপুর ইফরিয়ন বিএনপির আহ্বায়ক আহসান হাবিব খোকন, পুটখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের,গোগা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আব্দুল হামিদ,নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ মন্টু, শার্শা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন শান্তি, বিএনপি নেতা প্রভাষক মামুনুর রশিদ, আব্দুস সালাম,ওলিয়ার রহমান,আব্দুল জব্বার, সালাউদ্দিন, আব্দুস সালাম, নজরুল ইসলাম, শামছুর রহমান, আবুল কাশেম, রুহুল আমিন, জমাত আলী,গোলাম মোস্তফা খোকন,মোফাজ্জেল হোসেন লিটন, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নাভারন বড় মসজিদের খতিব ও ইমাম হযরত মাও. মুফতি আব্দুস সামাদ কাশেমী।