করোনার আঘাত থেকে রেহাই পাচ্ছে না ফেসবুকও!

0

লোকসমাজ ডেস্ক॥ সারা বিশ্ব কাঁপছে করোনা ঝড়ে। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে প্রানঘাতী করোনা। করোনার কারণে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সমাজিক যোগাযোগ মাধ্যম গুলো। করোনা এড়াতে মানুষ যখন ঘরে থাকছে ঠিক সেই সময়ই বাড়ছে ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্সের ব্যবহার।
ঘরে থেকে সময় কাটাতে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে ফেসবুক। এছাড়া পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ করতে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের ব্যবহারও বেড়েছে। হুট করে ব্যবহাকারী বেড়ে যাওয়ায় বেগ পেতে হচ্ছে ফেসবুক সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমের
ফেসবুক কতৃপক্ষ বলছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি স্পিড বাড়ানোর জন্য। প্রতিদিনই ব্যবহারকারী পরিমাণ অবিশ্বাস্য হারে বাড়ছে।
বিষয়টি এমন নয় যে মানুষ বেশি ফেসবুক ব্যবহারের কারণে সমস্যা তৈরী হচ্ছে। বিষয়টি হলো বেশিরভাগ কম্পানীর কর্মী বাড়ি থেকে তাদের কাজ করছে যা স্পিডকে স্বাভাবিকভাবেই কমিয়ে দিচ্ছে। যেসব এলাকায় করোনা মারাত্বক ভাবে আঘাত হেনেছে সেখানে এরই মধ্যে ফেসবুক ও ইন্সটাগ্রামের ভিডিওর বিট কমিয়ে আনা হয়েছে। এ নিয়ে সামনে মাসে নতুন কোন সিস্টেমের সংযোজনের কথা ভাবছে ফেসবুক।
তবে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।